বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবহন শ্রমিককে মারধরকারীদের গ্রেফতার ও যানবাহনে পৌরসভার টোল আদায় বন্ধের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ।
পরে বিষয়টি সমাধানে পৌরসভা ও স্থানীয় উপজেলা প্রশাসনের সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ অবরোধ করে সংগঠনটি।
খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা মিনি ট্রাক শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার সিও অফিস, মেইল ও থানা বাসস্ট্যান্ডের ৪টি স্থানে আড়াআড়িভাবে ট্রাক রেখে বাধার সৃষ্টি করে অবরোধ করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধের সঙ্গে এ ঘটনা বাড়তি ভোগান্তি এনে দেয় পথচারীদের।
সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মহিদুল ইসলাম জানান, পৌরসভার পক্ষ থেকে সড়কে যানবাহনে টোল আদায়ে বাধা দেওয়ায় আমাদের একজন শ্রমিককে তারা নির্যাতন করে। নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে ও টোল আদায় বন্ধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।
দুপচাচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন শ্রমিক নির্যাতনের কথা অস্বীকার করে বাংলানিউজকে জানান, পৌরসভার উন্নয়নকল্পে বিগত পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বগুড়া-নওগাঁ সড়কে ছোট ছোট যানবাহনে টোল আদায় করা হতো। এর ধারাবাহিকতায় আমার (মেয়র) দায়িত্বভার গ্রহণের পর নতুন করে নিয়তান্ত্রিকভাবে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ ডাকে একজন ইজারাদারকে এই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু কতিপয় শ্রমিক নেতা নিজেরাই টোল আদায়ের দায়িত্ব না পেয়ে ইচ্ছাকৃতভাবে এমন ঘটনার সৃষ্টি করেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, পুলিশ তৎপর থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান অবরোধের কথা স্বীকার করে জানান, খুব শিগগিরই সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতার সমাধানের উদ্দ্যোগ গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫