মাগুরা: মাগুরার শালিখায় ট্রাকের চাপায় সুমন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রæয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় কামরুজ্জামান (২৫) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত যুবকরা জেলার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের বাসিন্দা।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সুমন ও কামরুজ্জামান রাত ৮টার দিকে যশোর থেকে মোটরসাইকেল চালিয়ে মাগুরার দিকে আসছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান আহত হন। তার পা ভেঙে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তবে, এর চালক ও সহযোগী পলিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫