রাজশাহী: রাজশাহীতে অল্পের জন্য বেঁচে গেছেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী। গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে পড়েছে খড় বোঝাই একটি ট্রাক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর নতুন বিলশিমলা বন্ধগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পুলিশ লাইন থেকে একটি ‘রেকার’ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটি উদ্ধার করে। দুর্ঘটনার পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ওই সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মিজানুর রহমান জানান, খড় বোঝাই ট্রাকটি বাইপাস সড়ক হয়ে নতুন বিলশিমলা সড়ক দিয়ে গৌরহাঙ্গা রেলগেটের দিকে যাচ্ছিল। কিন্তু বন্ধগেট পার হওয়ার পরই সড়কদ্বীপে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করতে পারায় পাঁচজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। তবে অটোরিক্শার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকের নিচে চাপা পড়তেন পাঁচ যাত্রীসহ তিনি নিজেও। এ ঘটনায় ট্রাক চালক ও চালকের সহাকারী অক্ষত রয়েছেন বলে জানান মিজানুর রহমান।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, বোয়ালিয়া থানা পুলিশ বিষয়টি জানতো না। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশ লাইন থেকে রে-কার নিয়ে খড় বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫