রাজশাহী: রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে দেলশাদ আলী নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন।
দেলশাদ রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন আসছিলো। দেলশাদ আলী রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিলেন। এসময় ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান দেলশাদ।
তার পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া যায় তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে তার পূর্ণ ঠিকানা জানা যায়নি।
রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, খবর পেয়ে দেলশাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মুত্যৃর মামলা করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫