বেনাপোল (যশোর): ভারতে অনুপ্রবেশ কালে যশোরের বেনাপোল সীমান্তে শিবরা মন্ডল (১১) নামে এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিবরা বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আটঝুরী গ্রামের বিরেণ মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিবরা তার মায়ের সঙ্গে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তার মা ও দালাল ভারত সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। এ সময় শিবরাকে আটক করে বিজিবি সদস্যরা।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে ওই শিশুটিতে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫