ঢাকা: রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় মো. জিতু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত জিতু রাজধানীর সদরঘাটে একটি কাপড়ের দোকানে কাজ করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় শনির আখড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জিতুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
জিতুর বন্ধু ইয়াসিন জানান, এদিন সন্ধ্যায় শনির আখড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫