ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দৈনন্দিন তালিকাভুক্ত নাগরিক সুবিধাগুলো দেওয়া ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
কর্পোরেশনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসি সূত্র জানায়, চলমান হরতাল-অবরোধের জন্য সংস্থটি স্বাভাবিকভাবে নাগরিক সুবিধা দিতে পারছে না। কর্পোরেশনের প্রায় অধিকাংশ কাজই চলছে ধীরগতিতে।
জন্মনিবন্ধীকরণ সনদের জন্য ভিড় আগের মতো আর নেই। রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কাজে পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তার অভাব।
ডিএসসিসি আওতাধীন নগরীকে পরিচ্ছন্ন রাখতে সংস্থার পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রমটি এ সময়ে বন্ধ রয়েছে। অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রমটি ছিল সংস্থার দৈনন্দিন কাজের একটি অংশ।
চলমান হরতাল-অবরোধের কারণে এই কার্যক্রমটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মদ।
তিনি বাংলানিউজকে বলেন, নগরীতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য পুলিশ সদস্য পাচ্ছি না। আর পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো লাভ হবে না।
মোবাইল কোর্টের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন। কিন্তু এ বাহিনী চলমান হরতাল-অবরোধের দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, তবে জরুরি কারণে মাঝে-মধ্যে নগরীতে অবৈধ উচ্ছেদ অভিযান চালাচ্ছি। কিন্তু, সংস্থার দৈনন্দিন তালিকাভুক্ত কাজের ক্ষেত্রে অনেক কম।
ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধের মধ্যেও আমাদের পরিচ্ছন্নকর্মীরা কাজ করছেন। আমাদের স্বাভাবিক কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। তবে চলতি মাসের ৩ তারিখে কর্পোরেশনের একজন পরিচ্ছন্নকর্মী ককটেলে আহত হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।
হরতাল-অবরোধে কর্পোরেশনের কাজ সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তফা কিছুই বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫