ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইড বই পড়ানোর সময় শিক্ষককে ধরলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
গাইড বই পড়ানোর সময় শিক্ষককে ধরলেন ইউএনও

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের গণবিদ্যা নিকেতন বিদ্যালয়ে শিক্ষাবোর্ড অনুমোদিত বই ছাড়া গাইড বই দিয়ে শিক্ষার্থীদের পাঠদানের সময় হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষক।

পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।



বুধবার ( ১৮ ফেব্রুয়ারি)  দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমসহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শনে গেলে এসব অনিয়ম ধরা পড়ে।

ইউএনও গাউছুল আজম বাংলানিউজকে জানান, শহরের গণবিদ্যা নিকেতনে হাজিরা খাতায় দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম চারদিন ধরে অনুপস্থিত রয়েছেন। পরে একটি ক্লাসে গেলে দেখতে পান বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেন গাইড বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াচ্ছেন।  

অথচ শিক্ষাবোর্ডের অনুমোদন ছাড়া কোনো ধরনের গাইড কিংবা গ্রামার বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে পড়ানোর নিয়ম নেই। পরবর্তীতে সব শিক্ষকদের ডেকে ইউএনও বলে দেন, যাতে তারা বোর্ড নির্ধারিত বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দান করা হয়।

বিদ্যালয় থেকে ইউএনও চলে আসার সময় প্রধান শিক্ষক হন্তদন্ত হয়ে ছুটে আসেন। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান গাউছুল আজম।

বাংলাদেশ সময় :২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।