ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
শার্শায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রচণ্ড শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিজামপুর, ডিহি ও লক্ষণপুর এলাকায় এ শিলা বৃষ্টি হয়।



ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হঠাৎ করে আকাশে মেঘ দেখা দেয়। এর পরপরই শুরু হয় ব্যাপক আকারে শিলা বৃষ্টি। এসময় রাস্তা-ঘাটে শিলার স্তুপ জমে যায়। এর ফলে মাঠের রবি শষ্যসহ আমের মুকুল ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল আলম জানান, শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির বিষয়টি জনপ্রতিনিধিদের কাছ থেকে শুনেছি। তবে এখন রাত হওয়ায় এ ক্ষতির পরিমাণ বলা করা সম্ভব নয়। কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে বৃহস্পতিবার জরিপ করে সঠিক তথ্য দেওয়ার জন্য।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।