ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মীয় চেতনা-অনুভূতি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ধর্মীয় চেতনা-অনুভূতি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ধর্মীয় চেতনা ও অনুভূতি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি ও চেতনা থাকে, তারা কখনো খারাপ কাজ করতে পারেন না।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মচমইলে মহাশ্মশানের চিতাঘরের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
এনামুল হক বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে আত্মার শান্তি পাওয়া যায়। মুসলমানরা মসজিদে, হিন্দুরা মন্দির ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জায় গিয়ে শান্তি পান। তাই, ধর্মীয় চেতনা, আবেগ ও অনুভূতির মাধ্যমে সমাজের ভালো কাজ করা সম্ভব। সম্ভব সহিংসতা প্রতিরোধ করাও।

বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সব ধর্মের লোকজন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করতে পারছেন। ভবিষ্যতেও পারবেন। সরকার ধর্মনিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

নিতাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন- শ্মশানের প্রধান পৃষ্টপোষক পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অনিল কুমার সরকার।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।