ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫শ গ্রাম ওজনের স্বর্ণের গহনাসহ আমির হোসেন নামে (৪০) এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ এর যাত্রী বিমানবন্দরে অবতরণ করে লাগেজ নিয়ে ২নং ক্যানোপিতে আসেন। তাকে সন্দেহ হলে আটক করে তল্লাশি শেষে ৫শ গ্রাম ওজনের স্বর্ণের গহনা পাওয়া যায়।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫