ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে হোটেল ব্যবসায়ী অপহৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ধামরাইয়ে হোটেল ব্যবসায়ী অপহৃত ছবি: প্রতীকী

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে বাবুল হোসেন খান (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অপহৃতের স্ত্রী সুরাইয়া বেগম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা যায়।



অপহৃতের পারিবারিক সূত্র জানায়, ধামরাইয়ের কায়েতপাড়া মহল্লার আবদুস সামাদ খানের ছেলে হোটেল ব্যবসায়ী বাবুল হোসেন খানের কাছে কয়েকদিন ধরে মোবাইল ফোনে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন  অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি।

বুধবার সকাল সাড়ে ১০টায় হোটেলের মাংস আনার জন্য ইসলামপুর থেকে নবীনগরের উদ্দেশে রওয়ানা হন বাবুল। এরপর বেলা ১১টার দিকে তিনি তার আত্মীয় কুলসুম আক্তারকে মোবাইল ফোনে বলেন, ‘আপা আমারে বাঁচান, আমারে মাইরা ফালাইব, আমারে নিয়া যাইতেছে, আমি নিরিবিলি এলাকায়। ’ এ কথোপকথনের পরপরই মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, অপহরণের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তাকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।