সিলেট: ২০ দলীয় জোটের টানা হরতালে সিলেটে তিনটি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক ট্রাকের চালক দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পর এক ঘণ্টায় পৃথক তিন স্থানে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তারাদিন রেস্টুরেন্টের সামনে মালবাহী একটি পিকআপভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বত্তরা। এতে পিকআপের সামনের অংশে আগুন ধরে যায়।
এরপর রাত ৯টার দিকে নগরীর উপশহর সি ব্লক এলাকার একটি খেলার মাঠের পাশে পার্কিং করা একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধিন লালাবাজার সাতমাইল এলাকায় আরো একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক দগ্ধ হন। দগ্ধ চালক মিলনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫