ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় নিরাপত্তা প্রহরী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বগুড়ায় বাস চাপায় নিরাপত্তা প্রহরী নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় সুরঞ্জিত কুমার সরকার পরেশ (৫০) নামে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতার মারধরে বাসের চালক আহত হয়।

নিহত সুরঞ্জিত কুমার সরকার পরেশ নওগাঁ জেলার মিরাটচকপাড়ার মৃত সুধীর চন্দ্রের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা’র বগুড়া ডিপোর নিরাপত্তা প্রহরী ছিলেন।

আহত কোচ চালক ইউসুফ আলীকে (৪৭) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে বগুড়া যাওয়ার সময় ফটকী বাজারে সুরঞ্জিত কুমার সরকার পরেশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।      

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।