ঢাকা: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের পাঁচ উপপরিচালক ও সমপর্যায়ের কর্মকর্তাকে পরিচালক-সমপর্যায়ের পদে এবং ১২ জন তথ্য অফিসারকে সিনিয়র তথ্য অফিসার পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।
বুধবার রাতে তথ্য অধিদপ্তরের এক বার্তায় বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ, পদোন্নতি বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের এ পদোন্নতি ও পদায়ন করা হয়।
তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. এনামুল কবীরকে একই অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ফেরদৌসী বেগমকে একই অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কাজী মোশতাক জহিরকে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার, ফরিদপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শিবপদ মন্ডলকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সিনিয়র সম্পাদক পদে ঢাকায় পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনে কুয়ালালামপুর মালয়েশিয়ায় প্রথম সচিব পদে প্রেষণে কর্মরত মোসলেমা নাজনীনকে দেশে প্রত্যাবর্তনের পর পদায়ন করা হবে।
সিনিয়র তথ্য অফিসার পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মহা. শামসুজ্জামানকে রাজশাহী বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক, রাঙামাটি জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটনকে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরকে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. মশিউর রহমানকে ফরিদপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. নুরন্নবী খন্দকারকে জামালপুরের জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার করা হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিনা আকতারকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক, তথ্য অধিদপ্তরের তথ্য অফিসার বিবেকানন্দ রায়কে একই অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার, চট্টগ্রাম বিভাগীয় তথ্য অফিসের তথ্য অফিসার মো. সাঈদ হাসানকে চট্টগ্রাম বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক, বগুড়া জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. মজিবর রহমানকে একই জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. শামছুল হককে একই জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, তথ্য অধিদপ্তরের তথ্য অফিসার মো. শফিকুল ইসলাম এবং মো. আব্দুল লতিফ বকসীকে একই অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫