ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যমুনা ইলেক্ট্রনিক্সের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
যমুনা ইলেক্ট্রনিক্সের আগুন নিয়ন্ত্রণে ছবি: প্রতীকী

গাজীপুর: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরে  যমুনা ইলেক্ট্রনিক্সের আগুন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ গ্রামে অবস্থিত যমুনা ইলেক্ট্রনিক্সের ইউনিট-১ এ লাগা আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে।



প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গোডাউনে আগুন লাগে। তারপর পাশ্ববর্তী ল্যাবরেটরিতে ছড়িয়ে পড়ে।

কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুফ জানান, আগুনে কেমিকেল ছাড়াও গোডাউনের পার্শ্ববর্তী ল্যাবরেটরিটও পুড়ে যায়। এছাড়াও
কারখানার তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করলেও পরে  আশপাশের আরো ৭ ইউনিট যোগ দেয়।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়ার ইন্সপেক্টর মোহাম্মদ আলী এবং গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।