ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে বেশকিছু জায়গায় হালকা ঝড় হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাস পৌনে ১২টা থেকে প্রায় ২০ মিনিট ব্যাপী রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়।
এছাড়া দেশের আরো কয়েকটি জায়গায় বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, রাতে দেশের বিভিন্ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতে তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫