ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাল টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বরিশালে জাল টাকাসহ আটক ১ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল মহানগরীর নতুল্লাবাদ থেকে ৭৯ হাজার ৫ শত টাকার জালনোটসহ একজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল টাকাসহ তাকে আটক করা হয়।



আটক শেখ আব্দুস সালাম (৪৫) ঝালকাঠির পরমহল এলাকার বাসিন্দা মৌলভী মাহাবুবুর রহমানের ছেলে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল সাগরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলটির একটি কক্ষ থেকে ৭৯ হাজার ৫ শত টাকার জালনোটসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আজাদ রহমান।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।