মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে ৭টি ককটেল ও ২টি পেট্রোলবোমা উদ্ধার করছে র্যাবের একটি দল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের পরিত্যক্ত রান্নাঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে র্যাব-১১ সদস্যরা।
র্যাব-১১ নারায়ণগঞ্জ জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানকালে কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত ককটেল ও পেট্রোলবোমা সদর থানায় জমা দেওয়া হয়।
সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন জানান, এ ঘটনায় বুধবার রাত ১১টার দিকে র্যাব একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেছে।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রয়ারি ১৯, ২০১৫