কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নীলগঞ্জে রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেন নীলগঞ্জ এলাকায় আটকে থাকে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার বাংলানিউজকে জানান, ট্রেন চালক গাছটি দেখতে পেয়ে ট্রেন বন্ধ রেখে স্থানীয় লোকজনের সাহায্যে গাছটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। অন্যথায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫