টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার সারপৈলশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকের চালক উজ্জ্বল (৩২) ও হেলপার মামুন (২২)। তাদের শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে। এদের মধ্যে মামুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হচ্ছে বলে হাসপাতল সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে উপজেলার সিরাজকান্দি বালুরঘাট থেকে বালু ভর্তি করে ট্রাকটি টাঙ্গাইল যাচ্ছিল। পথে সারপৈলশিয়া এলাকায় দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাক চালক ও হেলপার দগ্ধ হয়।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫/আপডেট: ০২৫০ ঘণ্টা