কুমিল্লা: কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কালিয়াজুড়ি এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আটকরা হলেন, রিমন (৩২), আনোয়ার (২৯) ও তানিম হাসান (৩১) । তারা অস্ত্র ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫