ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে আলুভর্তি ভটভটিতে আগুন

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পার্বতীপুরে আলুভর্তি ভটভটিতে আগুন

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বতপুর এলাকায় আলুভর্তি একটি ভটভটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের হযরতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।



ভটভটি চালক সামিউল, হেলপার মোস্তাকিম ও পার্বতীপুর মডেল থানা পুলিশ জানায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে ৩৩ বস্তা আলু ভর্তি করে ফুলবাড়ী আড়তে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-পার্বতীপুর সড়কের হযরতপুর প্রাথমিক বিদ্যালয়ে সামনে রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত ভটভটির উপরে আলুর বস্তায় পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে কয়েকটি বস্তার আলু আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দ্রুত গাড়ি  দাঁড় করিয়ে আগুন লেগে যাওয়া দু’তিনটি আলুর বস্তা নিচে ফেলে দিলে অন্যান্য বস্তাগুলো রক্ষা পায়।

পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিচে ফেলে দেওয়া বস্তাগুলোর আগুন নিভিয়ে ফেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।