মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন-উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের তাহাজ মালিথার ছেলে জমিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শরিয়ত মালিথার ছেলে আনারুল ইসলাম (৩০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ শাহাবুদ্দীন যৌথভাবে অভিযান চালিয়ে এ দু’জনকে গ্রেফতার করেন।
ওসি আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, এরা দু’জনেই এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটক ডাকাতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫