ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বৈরী আবহাওয়ায় নদী বন্দরে ১ নম্বর সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বরিশালে বৈরী আবহাওয়ায় নদী বন্দরে ১ নম্বর সতর্কতা

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে এ সতর্কতা জারি করা হয়।


 
এ বিষয়ে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আ. কুদ্দুস বাবু বাংলানিউজকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়া শুরু হয়। যার গতিবেগ ছিলো ঘণ্টায় ৩৭ কিলোমিটার। সঙ্গে ছিলো মেঘের গর্জন। তবে সারারাত ধরে বৃষ্টি হয়েছে মাত্র এক মিলিমিটার।

অন্যদিকে, রাতে বৃষ্টি কম হলেও সকালে বৃষ্টির পরিমাণ ছিলো ১০.৬ মিলিমিটার। পাশাপাশি সকালে বাতাসের গতিবেগ কমে প্রতি ঘণ্টায় পাঁচ-সাত কিলোমিটার দাঁড়িয়েছে।

বাতাস থাকার কারণে দিনে বরিশালের বিভিন্ন অঞ্চলে শীত অনুভব হতে পারে। তিনি জানান, সকাল নয়টায় শেষ হিসেব মতে বরিশালের তাপমাত্রা ছিলো ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো বলেন, যেহেতু সামনে কালবৈশাখির সময় ঘনিয়ে আসছে, সেহেতু এটাকে তার পূর্বাভাস বলা চলে। এখন থেকে যে কোনো সময় এ ধরনের ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার যে কোনো সময় আবহাওয়া ঠিকও হয়ে যেতে পারে।

এ কারণে সমুদ্র বন্দরে কোনো সতর্কতা না থাকলেও নদী বন্দরে রয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।  

তবে বর্তমান আবহাওয়া বিকেল নাগাদ ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।