ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বিজিবির দুই সদস্য।



এ সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
 
নিহত মোহাম্মদ হোসেন আলীখালী এলাকার মোজাফ্ফরের ছেলে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালির নাফ নদীর মোহনায় কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। এসময় বিজিবিকে লক্ষ্য করে তারা পাঁচ/ছয় রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ ও ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা এবং একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবির আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, মৃতদেহটি উদ্ধার করে টেকনাফ থানায় নেওয়ার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।