ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোলবোমায় দগ্ধ আরো এক জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পেট্রোলবোমায় দগ্ধ আরো এক জনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: ফেনীর লালপুর এলাকায় গত রোববার (১৫ ফেব্রুয়ারি) চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলার ঘটনায় দগ্ধ কাভার্ডভ্যান যাত্রী হোসেন আলী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়।



ঢামেক বার্ন ইউনিটের আবসিক সার্জন পার্থ শংকর পাল তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

হোসেন আলীর বাবা মৃত ইদ্রিস আলী। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার কোমলনগর দক্ষিণ চরমাটিন গ্রামে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে বলেন, ১৫ ফেব্রুয়ারি হোসেন আলী চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে বাড়ি ফিরছিলো। কাভার্ডভ্যানটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনীর লালপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে হোসেন দগ্ধ হন। এ ঘটনায় ভ্যানটির চালক আবদুল হালিমও আহত হন। এরপর তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হোসেনের মৃত্যু হয়।

হোসেনের ছেলে নূর আলী জানান, তার বাবা চট্টগ্রামে দিনমজুরের কাজ করতো। ১৫ ফেব্রুয়ারি তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।