ঢাকা: সবাইকে পায়ে হাঁটার অভ্যাস তৈরির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক সংঘ আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দীপু মনি বলেন, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া হাটে চলাচল করাও পরিবেশ সম্মত। নিজেকে সুস্থ রাখতে আমাদের হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের মেয়ে জান্নাতুল মাওয়া কলকাতা প্রেসক্লাব থেকে পায়ে হেঁটে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে এসে পৌছান। তিনি ৪ ফেব্রুয়ারি সকালে কলকাতা প্রেসক্লাব থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন।
জান্নাতুল মাওয়ার পায়ে হেঁটে বাংলাদেশে আসার এক বছর পূতি উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়।
এটা আমাদের সত্যি একটা গর্বের বিষয়। এ দিনটিকে হাটা দিবস পালনের দাবি জানান দীপু মনি।
র্যালিতে উপস্থিত ছিলেন- কলকাতা প্রেসক্লাব থেকে হেঁটে জাতীয় প্রেসক্লাবে আসা জান্নাতুল মাওয়া, শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাঈদ প্রমুখ।
পরে র্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশে রওনা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫