ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বেনাপোল সীমান্তে যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্তের বিপরীতে ভারতীয় ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) স্পিড বোটের আঘাতে গরুতর জখম হয়েছে আরিফ (২৪) নামে এক গরু রাখাল।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নয়টায় মৃতদেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত আরিফকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত শরিফুল ইসলাম নড়াইলের কালিয়া থানার পেরুলিয়া গ্রামের হালিমের ছেলে ও আহত আরিফ বেনাপোলের বারোপোতা শিবনাথপুর গ্রামের গোলামের ছেলে।

বিজিবি জানায়, শরিফুল ইসলাম অসুস্থ থাকায় তার পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। সেখানে মারা গেলে পরিবার তার মৃতদেহ নিয়ে পুটখালী সীমান্ত পথে ইছামতি নদী পর হয়ে বাংলাদেশে আসছিল। এসময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

অপরদিকে, সকালে আরিফ নামে এক গরু রাখাল গরু নিয়ে ইছামতি নদী সাঁতরিয়ে এপারে আসছিল। এসময় বিএসএফ সদস্যরা স্পিড বোট নিয়ে তাকে ধাওয়া করলে বোটের পাখার আঘাতে সে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

২৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।