ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-০৪৪৪) ছনপাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

আহতদের মাধবদী, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।