ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশের বোমা নিষ্ক্রয়কারী দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের ৫ম তলায় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামনে ১টি এবং চতুর্থ তলায় সিঁড়ির পাশ থেকে ১টি ককটেল উদ্ধার করা হয়।
ঢাবির প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে ৫ম তলায় একটি ককটেলের খবর পাই। পরে চতুর্থ তলায় আরও একটির খোঁজ মেলে। এরপর ডিবি পুলিশকে খবর দিলে তারা এসে ককটেল দু’টি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫