ঢাকা: রাজধানী ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সাইকেলে পাড়ি দেবে মেহেরপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম ও মো. নূর ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাগে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।
মো. মনিরুল ইসলাম বলেন, “বৈশ্বিক উষ্ণতা রোধে সাইক্লিং হোক অন্যতম বাহন” এই স্লোগান নিয়েই আমরা এই ভ্রমনে নেমেছি। কারণ সাইকেল পরিবেশ বান্ধব একটি যানবাহন। এতে পরিবেশ যেমন রক্ষা পাবে ঠিক তেমনি জ্বালানি রক্ষা পাবে।
মো. নূর ইসলাম জানান, তারা পশ্চিমবঙ্গের ঝাড়খন্ডসহ বিভিন্ন জেলা সাইকেল নিয়ে ঘুরবেন। এতে কলকাতার বাংলাদেশ দূতাবাস সহায়তা করবে। এতে তাদের প্রায় ৫০ দিন সময় লাগবে বলে জানান তিনি।
ভারতের সফরের পর তারা নেপাল ও ভুটান সাইকেলে ভ্রমন করবেন বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫