ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তা দেবে র‌্যাব ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যাপ্ত নিরাপত্তা দেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে একথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।



‍তিনি বলেন, শহীদ মিনার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্সও।

বেনজীর আহমেদ বলেন, ২১ ফেব্রুয়ারির দিবসটি আর্ন্তজাতিক। এদিন হরতাল-অবরোধ থাকা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আশা করি হরতাল-অবরোধকারীদের শুভ বুদ্ধির উদয় হবে। যাতে সাধারণ মানুষ দিবসটি পালন করতে পারেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে ভিভিআইপি, ভিআইপি দেশি-বিদেশি বহু মানুষ। দেশের চলমান অবস্থা বিবেচনা করে এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব এ উদ্যোগ নিয়েছে।

এজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে মোতায়েন করা হবে ৮ হাজার র‌্যাব সদস্য। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে তল্লাশিচৌকি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।