সাভার: ‘বোমার হাত থেকে বাঁচতে চাই, স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে চাই’ স্লোগানের মাধ্যমে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ট্রাক চালকরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মোড়ে ঢাকা আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে চালকরা বলেন, পেট্রোল বোমা নিক্ষেপকারীরা কোনো না কোনো মায়ের সন্তান। ড্রাইভার-মালিকদের প্রতি দয়া করুন। পণ্যবাহী ড্রাইভাররা কোনো দলের নয়।
এ সময় নাশকতাকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫