ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে সার বোঝাই ট্রাকে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পলাশবাড়ীতে সার বোঝাই ট্রাকে ভাঙচুর

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সার বোঝাই একটি ট্রাকে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে অবরোধ-হরতালকারীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সার বোঝাই একটি ট্রাক ঈদগাহ মাঠ সংলগ্ন গুদামের সামনে পৌঁছামাত্র ট্রাকটিতে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

এসময় তারা আগুন দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে টহল পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।