ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

একুশে ফেব্রুয়ারিতে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
একুশে ফেব্রুয়ারিতে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা আসাদুজ্জামান মিয়া

ঢাকা: দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনে কয়েক স্তুরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।



আসাদুজ্জামান মিয়া বলেন, পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যদের সঙ্গে অন্য বাহিনীর সদস্যরাও সমন্বয় করে কাজ করবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিতে আসতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, শ্রদ্ধা জানানোর ‘সেটরুল’ রয়েছে।

নিয়মানুযায়ী প্রথমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, তারপর পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শ্রদ্ধা জানানো শেষে যে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন।

তবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যে কেউই আসুক না কেন সব‍ার জন্যই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিএনপি চেয়ারপারসন শহীদ মিনারে যাবেন কিনা এখন পর্যন্ত পুলিশকে জানানো হয়নি।

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে হবে এবং দোয়েল চত্বর ও চাঁনখারপুল দিয়ে বের হতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।