গাজীপুর: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি গাজীপুর আইনজীবী সমিতিতে এসে ভোট দেন।
আইনজীবী সমিতি প্রাঙ্গণে আসার পর বারের আইনজীবীরা মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। এরপর আইনজীবী নেতারা মন্ত্রীর সঙ্গে ফটোসেশন করেন।
অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেলক হক গাজীপুর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। মন্ত্রী, এমপি ও পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি আইন পেশায় যুক্ত হন। এখনও তিনি আইন পেশায় রয়েছেন। তবে মাঝে মধ্যে আদালতে আসেন।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে ভোট চলছে। নির্বাচনে দুই জোটের দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫