ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর বারে ভোট দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
গাজীপুর বারে ভোট দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি গাজীপুর আইনজীবী সমিতিতে এসে ভোট দেন।



আইনজীবী সমিতি প্রাঙ্গণে আসার পর বারের আইনজীবীরা মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। এরপর আইনজীবী নেতারা মন্ত্রীর সঙ্গে ফটোসেশন করেন।

অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেলক হক গাজীপুর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। মন্ত্রী, এমপি ও পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি আইন পেশায় যুক্ত হন। এখনও তিনি আইন পেশায় রয়েছেন। তবে মাঝে মধ্যে আদালতে আসেন।

গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে ভোট চলছে। নির্বাচনে দুই জোটের দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।