ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কের সড়ক ও জনপথ অফিসের সামনে দু’টি ট্রাক ও সিএনজি চালিত চারটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় এক পিকেটারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প নিয়ে ১০/১২ জন পিকেটার সওজ অফিসের পূর্ব দিকের গলি থেকে বেরিয়ে এসে দু’টি ট্রাক ও চারটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় মামুন (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।