ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার আইনমন্ত্রী অ্যাডভোকেট আসিনুল হক

ঢাকা: দেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় ‘এন্টি টেরোরিজম স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠন করবে সরকার।

বৃস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক একথা জানান।



তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিচার হবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।

অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো যথা সময়ে নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয় থেকে জেলা ও দায়রা জজের কাছে একটি পত্র দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চলমান সহিংসতার ঘটনায় বিচারের জন্য অ্যান্টিটেরোরিজম স্পেশাল ট্রাইব্যুনাল নেই। তাই এসব ঘটনায় অ্যান্টিটেরোরিজম স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।

‘চলমান এসব সহিংসতার বিচার প্রচলিত আইনেও করা সম্ভব, যতদিন ট্রাইব্যুনাল গঠন করা না হয় ততদিন প্রচলিত আইনেই বিচার করা হবে। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিচার করবেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ’—জানান অ্যাডভোকেট আনিসুল হক।  

‘বহু মামলার তদন্ত এখনও শেষ হয়নি‘ জানিয়ে তিনি বলেন, যেগুলোর তদন্ত শেষ হয়েছে, ওই মামলাগুলো আদালতে গেলেই বিচার কাজ শুরু হবে।

‘প্রধানমন্ত্রী যে কথা বলেছেন- এটি তাই’-- যোগ করেন আইনমন্ত্রী।

সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আইনে ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার কথা রয়েছে। এ সময়ে শেষ না হলে আরও কিছু সময় পাওয়া যায়। চিঠিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজকে বিলঅ হয়েছে-তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার কার্যক্রম সম্পন্ন করেন।

বৈঠক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা আমার সঙ্গে হয়নি। জানতেও চাননি প্রতিনিধি দল। তবে পেট্রোল বোমার বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে মানবাধিকার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন। দেশে মানবাধিকার রক্ষা হচ্ছে-এমনটাই তাদের জানানো হয়েছে।

রানাপ্লাজা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিধি দলকে রানাপ্লাজা ধসের ঘটনায় হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক, মানসিক ও বৈষয়িক সহায়তা দেওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫ আপডেট: ১৭০৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।