ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দাবি না মানলে সরবরাহ বন্ধের হুমকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
দাবি না মানলে সরবরাহ বন্ধের হুমকি ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পণ্যবাহী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও বন্ধ, সড়ক-মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা এবং গাড়ি ও মালামালের ক্ষতিপূরণের দাবিতে শান্তি শোভাযাত্রা করেছে বাংলাদেশ পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতি ও ঢাকা মহানগর পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতি। এসব দাবি মেনে নেওয়া না হলে পণ্যপরিবহন বন্ধের হুমকি দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে শুরু হওয়া সাদা পতাকা নিয়ে এই শোভাযাত্রা দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন দুই হাজারেরও বেশি মালিক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক।

মহানগর পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসক্লাবের সামনে সমাবেশে গাড়ি মালিক নেতারা হরতাল-অবরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করা এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ক্ষতিপূরণ দেওয়া না হলে পণ্যপরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতির সভাপতি হাজী আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক আবদুর রউফ হুমায়ুন, মহানগর পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতির সভাপতি হাজী এম এ মান্নান ও সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া, সমিতির নেতা আবদুল কাদের, ফকির মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর কবির, সেলিম উদ্দিন, রনজিত সাহা, মতিউর রহমান, মো. হান্নান, রফিকুল্লাহ সুজন, সেবক রায়, তৌফিক হাসান রনি, এসানুল আলম প্রিন্স, নিকাশ দেব ও রফিকুল ইসলাম।

সমাবেশে জানানো হয়, পণ্যবাহী গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে গত ৪০ দিনে পণ্যপরিবহন এজেন্সী মালিক সমিতির সদস্যদের প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ সময়ে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে পণ্যসহ ৮টি গাড়ি।

বক্তারা বলেন, প্রায় অরক্ষিত সড়কে পণ্যপরিবহন করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হলেও নিরাপত্তার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা ও ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এমনকি ২০১৩ সালেও হরতাল-অবরোধের সময় ক্ষতিগ্রস্ত মালিকরা কোনো ক্ষতিপূরণ পায়নি। দেশের বৃহত্তর স্বার্থে ঝুঁকি নিয়ে এক হাজারেরও বেশি শাখার মাধ্যমে প্রায় এক হাজার ট্রাক কাভার্ডভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পণ্য সরবরাহ করা হচ্ছে। কিন্তু জ্বালাও-পোড়াও বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে সরবরাহ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সমাবেশে গাড়ি চলাচলে ও লোড আনলোডে পুলিশি সহযোগিতার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।