ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আরো ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
আরো ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গে স্বাভাবিক লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরো ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।



আবহাওয়া অধিদফতর জানায়, এর প্রভাবে,খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা,সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকায় বাতাসের গতি পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি- যা অস্থায়ীভাবে দমকায় ৪০-৫০ কি.মি. র্পযন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বজ্রপাতের কথা জানিয়েছে অ্যাকু ওয়েদার। তবে ধীরে ধীরে আবহাওয়ার অবস্থা উন্নতির কথা জানায় তারা।

এর আগে বুধবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরেও রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধদিফতর জানায়, বুধবার ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়। তবে র্সবোচ্চ বৃষ্টি হয় যশোরে ৫১ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় চুয়াডাঙ্গায় ৪০ মিলিমিটার, বগুড়ায় হয় ৩৭ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।