চাঁদপুর: চাঁদপুরে ৫শ’ পিস ইয়াবা ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের বিল্লাল হোসেন (৩২) ও কচুয়া উপজেলার বাবু সর্দার (২৪)।
চাঁদপুর গোয়েন্দা পুলিশের উপপদির্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার সাচার এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী বাবু সর্দারকে ও চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকার ব্রিজের ওপর থেকে ইয়াবাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।
এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫