ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গনেশ টুডু খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
রাজশাহীতে গনেশ টুডু খুনের ঘটনায় মামলা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে গনেশ টুডু (৪০) নামে এক আদিবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন নিহত গনেশের বোন তুলশি টুডু।

 

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বাংলানিউজকে জানান, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাউদিয়া মরাফেলা নামক স্থানে গনেশ টুডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।

এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গনেশের স্ত্রী মালতি মুর্মুকে আটক করে।

ওসি আরও বলেনে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালতি মুর্মু খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে এ মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তবে অন্যদের ধরতে আরো জিঙ্গাসাবাদের জন্য মালতিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।

ওসি জানান, মালতি নিহত গনেশ টুডুর দ্বিতীয় স্ত্রী। আগের স্ত্রী এবং দু’টি সন্তান রয়েছে পার্শ্ববর্তী বালিগ্রামে। আগের পক্ষের স্ত্রীর নয় বছরের ছেলে সেলিম টুডু গনেশের সঙ্গে থাকতো। সে পুলিশকে জানিয়েছে, সৎ মা মালতি কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাবা গনেশকে খুন করেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।