বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে ২১ হাজার ৪শ’ ইউএসএ ডলারসহ ইয়াব আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ডলারসহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, ইয়াব আলী ভারত থেকে পুটখালী সীমান্ত পথে ডলারের চালানটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-পুটখালী সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২১ হাজার ৪শ’ ডলার উদ্ধার করা হয়।
২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫