ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।  
 
এতে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকাগামী (আপলাইন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ইঞ্জিন বিকল হওয়ার কারণ জানাতে পারেন নি তিনি।
 
স্টেশন মাস্টার জানান, ইঞ্জিন বিকলের সংবাদ পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থেমে থাকা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনটি তালশহরের দিকে পাঠানো হয়েছে। ওই ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটিকে সরিয়ে নেওয়া হলে আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।  
 
তবে, ডাবল লাইন থাকায় পাশের লাইন দিয়ে চট্টগ্রাম ও সিলেটগামী (ডাইন লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।