ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা রাজনীতির অংশ হতে পারে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সহিংসতা রাজনীতির অংশ হতে পারে না

ঢাকা: সহিংসতা কখনো গণতন্ত্র বা রাজনীতির অংশ হতে পারে না বলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাক্ষাতের সময় স্পিকার এ কথা বলেন।


 
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব-কমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ড্যান প্রেদার নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন সংসদ সদস্য জোসেফ ওয়েডেইন হোলজার, ক্যারল কারস্কি।
 
মানবাধিকার বিষয়ে আলোচনাকালে স্পিকার বলেন, সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা কোনো গণতান্ত্রিক দেশ মেনে নিতে পারে না।
 
এসময় তারা দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
 
স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তৈরি পোষাক শিল্পকে আরো উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
 
তিনি আরো বলেন, তৈরি পোষাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে কর্মরতদের ৮০ শতাংশই নারী। এই নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধাসহ ডে কেয়ার সেন্টার, ল্যাক্টেটিং মাদার ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।
 
স্পিকার বলেন, নারী অধিকার মানবাধিকারেরই অংশ। সব নীতিমালা ও আইন নারী সংবেদনশীল করে তৈরি করে নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহরোধে অগ্রগতি হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।