ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
চান্দিনায় ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় নেশাগ্রস্ত বখাটে ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা।

বৃহস্পতিবার সকালে ছেলে মোয়াজ্জেম হোসেনকে (২২) আটক করে পুলিশে দেওয়ার পর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।



সাজাপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের রেদু মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, মোয়াজ্জেম হোসেন প্রতিদিন নেশার টাকার জন্য তার মা-বাবাকে চাপ সৃষ্টি করার পাশাপাশি এলাকার ছিঁচকে চুরিতে লিপ্ত হয়।

ছেলে মোয়াজ্জেমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) মা সুফিয়া বেগম ও বাবা রেদু মিয়া চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে প্রশাসনের সহযোগিতা চান।

এরপর বৃহস্পতিবার সকালে মোয়াজ্জেম একই রকম আচরণ করায় তাকে আটক করে পুলিশে দেন মা-বাবা।

দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।