ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বোমা বানানোর সময় আহত ২, অভিযানে আহত পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বোমা বানানোর সময় আহত ২, অভিযানে আহত পুলিশ

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে মো. রাজু (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ১৩৬ নম্বর ভাগলপুর সেকশন ফাঁড়ির পাশের একটি বাড়ির দ্বিতীয় তলায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।



হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটলে রাজুর সহকারী আরো একজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

বর্তমানে ওই বাসায় অভিযান চলছে। অভিযান চালাতে গিয়ে তিন জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান মাইনুল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।