ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবক মারা গেছেন। এসময় আহত হন তিন পুলিশ সদস্য ও রাজু নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ১৩৬ নম্বর ভাগলপুর সেকশন ফাঁড়ির পাশের একটি বাড়ির দ্বিতীয় তলায় বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হলে মো. রাজু (৩০) নামে আরো এক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা সন্ধ্যা সাড়ে ৬টা অজ্ঞাত পরিচয় ওই যুবককে মৃত ঘোষণা করেন।
রাজু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, বোমা বানানোর সময় আমার ছোট ভাই জিসান উপস্থিত ছিলো। আমি জানি না যে যুবক মারা গেছে, সে জিসান কি-না।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দু’তিনজন যুবক পালিয়ে যায়। এতে আহত হন তিন পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫/আপডেট: ১৯৪৫
** বোমা বানানোর সময় আহত ২, অভিযানে আহত পুলিশ