ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে আবারও ডিএইচএল ক্যুরিয়ারের অবৈধ ওষুধ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
শাহজালালে আবারও ডিএইচএল ক্যুরিয়ারের অবৈধ ওষুধ উদ্ধার

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএইচএল ক্যুরিয়ার সার্ভিসের চার কার্টন (২৪ কেজি) অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।

এর আগে বুধবারও (১৮ ফেব্রুয়ারি) ডিএইচএল ক্যুরিয়ারের নামে আসা প্রায় ২৩ কেজি অবৈধ ওষুধ উদ্ধার করে তারা।

জানা যায়, বৃহস্পতিবার ধরা পড়া বিপুল পরিমাণ এই অবৈধ ওষুধ থাই এয়ারের টিজি-৩২১ ফ্লাইটে করে ব্যাংকক থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

উদ্ধার হওয়া ওষুধের আমদানির কোনো অনুমতি ছিল না। এ ওষুধের মধ্যে রয়েছে- উত্তেজক ট্যাবলেট, গর্ভপাতের ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ।

কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দায়িত্বশিল সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার ডিএইচএল ক্যুরিয়ার সার্ভিসের ২৩ কেজি অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

এরমধ্যে ছিল- বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন, হাড়ের ক্ষয়রোধকারী বিভিন্ন ট্যাবলেট ইত্যাদি।

ডিএইচএল কুরিয়ার সার্ভিসের নামে এ রকম অবৈধ ওষুধ প্রায়ই বিমানবন্দরে ধরা পড়ছে। তারা দেশে এ ধরনের অবৈধ ও সেবন অযোগ্য ওষুধ আমদানি করছে বলেও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।